গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেড নামে পোশাক কারখানায় শ্রমিকদের লাগানো আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
লোকমুখে শোনা গেছে, আগুনের শিকার পোশাক কারখানাটি ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিলের।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কাশিমপুর রোডে কোনাবাড়ী থানা সংলগ্ন এবিএম ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিকরা ভাঙচুর করার পর আগুন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করতে শুরু করে।
শ্রমিকরা কারখানার ৬ তলা ভবনের নিচ ও দ্বিতীয় তলায় আগুন দিয়েছিল। ডিবিএল, সারাবো, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়।
গত কয়েকদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করে আসছিল। সোমবার দিনব্যাপী গাজীপুরের ভোগড়া বাইপাস কোনাবাড়ী ও নাওজোরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করে শ্রমিকরা। সন্ধ্যায় তারা এবিএম ফ্যাশন লিমিটেডের ওই কারখানায় আক্রমণ চালায়। আগুন দেওয়ার আগে সেখানে ভাংচুরও করা হয়।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আশরাফ উদ্দিন জানান, উত্তেজিত শ্রমিকরা ওই কারখানায় অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সারাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, ডিবিএল ও সারাবো, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে কারখানার ফেব্রিক্স ও মেশিনপত্র পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ২০৫১, অক্টোবর ৩০, ২০২৩
আরএস/এমজে