ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের বিপরীত পাশে একটি মিছিল থেকে হামলায় চকবাজার থানার তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে, অবরোধের সমর্থনে বিএনপি-জামায়াতের মিছিল থেকে এ হামলা চালানো হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকের এ ঘটনায় আহত তিনজন হলেন চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন (৪১), পরিদর্শক (অপারেশন) আব্দুল হালিম (৪৩) ও উপপরিদর্শক (এসআই) শুভঙ্কর রায় (৩৮)।
পরিদর্শক আব্দুল হালিম জানান, হঠাৎ করে ঢাকা মেডিকেলের নতুন গেট দিয়ে বিএনপি-জামায়াতের কিছু নেতা-কর্মী মিছিল বের করে রাস্তায়। এসময় তাদের সামনে যেতেই পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হতে থাকে। এতে জাকির হোসেনের ঠোঁট ফেটে যায়। এছাড়া অন্যদেরও শরীরে আঘাত লাগে।
তিনি আরও জানান, পরে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
‘ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে’ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি।
তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দেয়।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এজেডএস/এইচএ/