সাভার (ঢাকা): বিভিন্ন মহল থেকে শ্রমিকদের ইন্ধন দেওয়া হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কিছু মহলকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে এসে জামগড়া এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, এখানকার অধিকাংশ শ্রমিকই শান্ত এবং নিরীহ। শ্রমিকরা কাজে এসেছে, অনেক জায়গায় কাজ চলছে। কিছু কিছু শ্রমিক উচ্ছৃঙ্খলা প্রদর্শন করছে। বিভিন্ন মহল থেকে ইন্ধন দেওয়া হচ্ছ, উস্কানি দেওয়া হচ্ছে। আমরা ইতোমধ্যে কিছু মহলকে শনাক্ত করতে পেরেছি। ঢাকা থেকে শ্রমিকদের উস্কানি দিচ্ছে, সেই জিনিসগুলো আমরা এখানে সম্মুখীন হচ্ছি। উচ্ছৃঙ্খল যে শ্রমিকগুলো আছে তাদের আমরা ছত্রভঙ্গ করে দিচ্ছি, তারা যেন কোনো ধরনের সহিংস কার্যক্রমে লিপ্ত হতে না পারে। সেই লক্ষ্যে পদক্ষেপ নিয়েছি।
শ্রমিক অসন্তোষের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে এসপি সারোয়ার আলম বলেন, না, আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কাউকে আটক করতে পারিনি। আমরা শুধু সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছি।
আশুলিয়ায় এখন পর্যন্ত কতগুলো পোশাককারখানা বন্ধ রয়েছে জানতে চাইলে এসপি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে সম্পূর্ণ তথ্য আসেনি। কিছু কিছু কারখানা চলছে, কিছু আবার আংশিক চলছে আবার কিছু কারখানা পরিস্থিতি সামাল দিতে আজকের জন্য বন্ধ করা হয়েছে। এ অঞ্চলে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের সহকারী অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা।
প্রসঙ্গ, গত ২৯ অক্টোবর থেকে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের দুই পাশে থাকা বিভিন্ন পোশাককারখানার শ্রমিকরা সড়ক বন্ধ করে আন্দোলন শুরু করেন। আজ তৃতীয় দিনের মতো শ্রমিকদের বিক্ষোভ চলছে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসএফ/এমজেএফ