ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুগদায় যাত্রীবেশে বাসে উঠে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
মুগদায় যাত্রীবেশে বাসে উঠে আগুন

ঢাকা: রাজধানীর মুগদা এলাকায় যাত্রীবেশে উঠে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (০১ নভেম্বর) বেলা ১১টার দিকে মুগদা কমলাপুর রোডে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেটর জয়নাল জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভালেও বাসটি পুরোপুরি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসের যাত্রীবেশে ছিলেন। বাসটি এসে হঠাৎ সড়কের ওপর ব্রেক করলে বাস থেকে কয়েকজন যাত্রী বের হয়ে বাসটি ভাঙচুর শুরু করেন। এর মধ্যে ভেতরে একজন আগুন ধরিয়ে পালিয়ে যান।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।