ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হত্যা-গুমের গুজব ছড়িয়ে শ্রমিক আন্দোলন

নিখোঁজ গার্মেন্টসকর্মী জোসনা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
নিখোঁজ গার্মেন্টসকর্মী জোসনা উদ্ধার

ঢাকা: হত্যা-গুমের গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলনকে উস্কে দেওয়ার ঘটনায় নিখোঁজ গার্মেন্টসকর্মী জোসনা বেগমকে জীবিত উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

বুধবার (১ নভেম্বর) রাতে রাজধানীর পল্লবীর কালশী এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, গত ৩১ অক্টোবর ঢাকার মিরপুরের একটি গার্মেন্টস সংঘর্ষে জোসনা নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। হত্যার গুজবকে ঘিরে ১ নভেম্বর গার্মেন্টস কর্মীদের আন্দোলন দিনভর চলমান থাকে।

এ প্রেক্ষিতে র‍্যাব-৪ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে গার্মেন্টস কর্মী জোসনা বেগমকে হত্যা করে তার লাশ গুম করে ফেলা হয়েছে বলে আন্দোলনকারীরা অভিযোগ করে।

তাদের অভিযোগ আমলে নিয়ে র‍্যাব-৪ এর ধারাবাহিক গোয়েন্দা নজরদারী ও তৎপরতায়  নিখোঁজ জোসনা বেগমকে জীবিত উদ্ধার করা হল।

জোসনা বেগম বর্তমানে  নিজ বাসায় সুস্থ ও স্বাভাবিক আছেন এবং র‍্যাব-৪ তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
পিএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।