ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানীতে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
বনানীতে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত

ঢাকা: রাজধানীর বনানীতে ভিআইপি পরিবহনের একটি বাসের ধাক্কায় হাসানুজ্জামান আলম (৪৮) নামে এক ব্যক্তির প্রাণ গেছে। তিনি রাজধানীর একটি এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। পরে আলমকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দরিয়া কিশোরপুর এলাকার বাসিন্দা আলম। তিন সন্তানের জনক তিনি, স্ত্রী গ্রামের বাড়িতেই থাকেন।

আলমের পরিচিত এক ব্যক্তি বাংলানিউজকে জানান, সকালে বনানী ফ্লাইওভারের ঢালের পাশে সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় যাত্রীবাহী ভিআইপি পরিবহনের একটি বাস আলমকে ধাক্কা দেয়। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। আর্মি স্টেডিয়ামের বিপরীতের সড়কে দুর্ঘটনাটি ঘটে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
এজেডএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।