ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

আইসিসিবিতে চলছে চামড়াশিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
আইসিসিবিতে চলছে চামড়াশিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী

ঢাকা: চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কম্পোনেন্ট, কেমিক্যাল এবং অ্যাকসেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরতে শুরু হয়েছে তিন দিনব্যাপী চামড়াশিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ ২০২৩’-এর নবম আসর।  

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এ প্রদর্শনী শুরু হয়।

 প্রদর্শনীটির আয়োজন করে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভুইয়া বলেন, লেদার টেক বাংলাদেশের আয়োজন আমরা প্রতিবছরই করে থাকি। এই আয়োজনটা আমাদের নবম প্রয়াস। আন্তর্জাতিক বাজারের জন্য আমাদের লেদার, গার্মেন্টস এবং ফার্নিচার সেক্টরে যারা টেকনোলজি প্রস্তুতকারক আছেন, ওনাদের আমরা আমন্ত্রণ করি। যেন দেশীয় শিল্পগুলো এই টেকনোলজি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে।

জুতা তৈরি শিল্পের যারা উদ্যোক্তা আছেন তাদের ব্যবসার পরিধি বাড়াতে এবং নতুন নতুন টেকনোলজির সম্পর্কে জানতে এই লেদার টেক এক্সিবিশন সহায়তা করতে পারে বলে মনে করছেন বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির (বিপিপিএস) ভাইস প্রেসিডেন্ট মো. আশরাফ।

তিনি বলেন, বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি দেশের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় শ্রেণিকে নিয়ন্ত্রণ করে। একটি জুতা তৈরি করতে যত ধরনের অ্যাকসেসরিজ লাগে তা আমাদের থেকে আসে। আমাদের এই ব্যবসা মূলত পুরান ঢাকাকেন্দ্রিক। তবে বড় বড় প্রতিষ্ঠানগুলো আমাদের সঙ্গে যুক্ত আছে। শুরু থেকেই আমরা এই লেদার টেকের সঙ্গে আছি এবং সামনেও থাকবো। এই লেদার টেক ফেয়ারে মূলত যা হয় সেটা হচ্ছে, আমরা নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারি।  

বিপিপিএসর ভাইস প্রেসিডেন্ট মো. আশরাফ বলেন, বৈশ্বিক এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে আমাদের টিকে থাকতে হলে এ বিষয়ে জানা জরুরি। বাংলাদেশের ১৮ কোটি জনগণের প্রায় ৯০ শতাংশের জুতা বাংলাদেশে তৈরি হয়ে থাকে। এছাড়াও আমরা প্রায় ২২ বিলিয়ন ডলারের জুতা রপ্তানি করে থাকি। তবে যুগের পরিবর্তন হওয়ায় সঙ্গে সঙ্গে নন লেদার জুতা মার্কেট অনেক বড় হয়েছে। যেটা সম্পর্কে আমরা এসব ফেয়ারে এলে জানতে পারি এবং দেখতে পারি।

আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক নন্দ গোপাল কে বলেন, এবারের প্রদর্শনীতে চীনের অংশগ্রহণ বাংলাদেশের জুতা ও চামড়াজাত পণ্য খাতের উল্লেখযোগ্য সম্ভাবনাকেই প্রতিফলিত করে। বিগত বছরগুলোতে লেদার টেক বাংলাদেশ ‘চামড়াশিল্প নেটওয়ার্কিং ফোরাম’ হিসেবে ফুটওয়্যার এবং ট্রাভেল গুডস সেক্টরে প্রতিষ্ঠিত হয়েছে। তিন দিনের এই প্রদর্শনী থেকে স্থানীয় শিল্প ব্যাপকভাবে উপকৃত হবে।

নবম লেদারটেক বাংলাদেশ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)। অন্যান্য পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ), বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি (বিপিপিএস)।

ভারতের কাউন্সিল ফর লেদার এক্সপোর্টারস (সিএলই), ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (ইফকোমা) ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ফুটওয়্যার ইন্ডাস্ট্রি (সিআইএফআই)-সহ ১০টি দেশের প্রায় ২০০টি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের এই প্রদর্শনী চলবে আগামী শনিবার (৪ নভেম্বর) পর্যন্ত। প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
ইএসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।