ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত দুর্ঘটনায় দুমরেমুচরে যাওয়া গাড়ি। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গল উপজেলায় গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা লেগে নিহত হয়েছেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক চৌধুরী। বুধবার (১ নভেম্বর) রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।

 

বুধবার (১ নভেম্বর) রাত পৌনে ১২টায় দিকে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুমরেমুচরে যাওয়া গাড়ির নম্বর- ঢাকা মেট্রো গ– ১১-২৬৭০।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারমুখী প্রাইভেটকারটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়ির চালক ও আরোহীসহ পাঁচজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহত পৌর ছাত্রলীগ নেতা সাকিল আহমদ, সাজু মিয়া, জাহিদ, আলামীনকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, শ্রীমঙ্গল থানা-পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তারেক চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার দুর্ঘটনার ঘটনা এবং দাফন কাজের তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
বিবিবি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।