ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

২২ দিন পর মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
২২ দিন পর মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু

ভোলা: টানা ২২ দিন পর ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে ইলিশসহ সব ধরনের মাছ ধরা।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) মধ্যরাত থেকে জাল, নৌকা ও ট্রলার নিয়ে ইলিশসহ অন্যান্য মাছ শিকারে নেমে পড়বেন জেলেরা।

এতে বেকার জেলেরা কর্মব্যস্ত হয়ে পড়বেন। উপকূলের ঘাটে ঘাটে চলছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পেলে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী তারা।  

এক্ষেত্রে মৎস্য বিভাগ বলছে, অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে।

উপকূলীয় ঘাট ঘুরে দেখা গেছে, অপেক্ষার পালা শেষ। ঘাটে ঘাটে জেলেদের কর্মব্যস্ততার চিত্র। কেউ জাল বুনছেন, কেউবা ইঞ্জিন মেরামতের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ঘাটে ঘাটে চলছে ইলিশ শিকারে যাওয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি।

ইলিশ ধরা নিষেধাজ্ঞার দীর্ঘ ২২ দিন পর নদী ও সাগরে মাছ শিকারে যাবেন জেলেরা। তাই অনেকটাই হাসি মুখ তাদের। নদীতে নেমে পর্যাপ্ত ইলিশ পেয়ে সংকট দূর করতে পারবেন বলে আশাবাদী জেলেরা।

এ বিষয়ে বশির মাঝি ও লোকমান বলেন, এতদিন আমরা নদীতে যাইনি। এখন মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ। রাতেই আমরা নদীতে যাব। কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পেলে সংকট দূর হবে।

জেলেদের মধ্যে যারা ধারদেনা করে সময় পার করেছেন তারা দেখছেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। অনেক দিন পর মৎস্য ঘাটগুলো সরগরম হয়ে উঠবে বলে মনে করছেন আড়ৎদাররা।

জেলার ইলিশা ঘাটের আড়ৎদার সাহাবুদ্দিন বলেন, জেলেরা নদীতে নামবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা মাছ পেলে ঘাটগুলো আবার সরগরম হয়ে উঠবে।

এদিকে, ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়ায় নদীতে ইলিশের উৎপাদন বাড়বে বলে মনে করছে মৎস্য বিভাগ। এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, রাত ১২টার পর থেকে মাছ শিকারে আর কোনো বাধা নেই। এ বছরের অভিযান সফল হওয়ায় এবার ইলিশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

উল্লেখ্য, এ বছর ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯২ হাজার মেট্রিক টন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।