ঢাকা, বৃহস্পতিবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

ঢাকা: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন তারা।

বিএনপির ডাকা অবরোধের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেন। সকাল ১১টা ২০ মিনিটে পিটার হাস পদ্মায় আসেন। সেখানে পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন পিটার হাস। তবে বৈঠকের বিষয়ে মুখ খোলেননি কোনো পক্ষই।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।  

সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হয়। সে সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনিই বলতে পারবেন। আপনারা তার সঙ্গেই কথা বলুন। এরপর পররাষ্ট্র সচিবকে নিজ কক্ষে না পাওয়ায় উপস্থিত সাংবাদিকরা এ বিষয়ে কথা বলতে পারেননি।

এদিকে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টেফান ইবেলি বলেন, 'কূটনীতিক হিসেবে আমরা বিভিন্ন ধরনের সংস্থা, প্রতিষ্ঠান এবং মানুষের সঙ্গে কথা বলি।  সুশীল সমাজ, বেসরকারি সংস্থা, মিডিয়া, ব্যবসায়ী নেতা, চেম্বার অফ কমার্স, রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আরও অনেক ধরনের প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে আমরা কথা বলি। এই কথোপকথন আমাদের বাংলাদেশকে আরও ভালোভাবে বুঝতে এবং আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে সহায়তা করে'।

তবে বৈঠকের একটি সূত্র জানায়, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। আলোচনায় মার্কিন রাষ্ট্রদূত রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপকে গুরুত্ব দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে ৩১ অক্টোবর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর প্রতি সংলাপের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩,
টিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।