ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): বিশ্ববিদ্যালয়ের মিরপুরগামী চৈতালীর একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
রোববার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় বাংলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কে বা কারা বাসে আগুন দিয়েছে তাও শনাক্ত করা যায়নি।
এ ব্যাপারে চৈতালী বাস কমিটি সভাপতি আরিফুজ্জামান বর্ষণ বাংলানিউজকে জানান, চৈতালীর ১টা ৩০ মিনিটের বাসটি শিক্ষার্থীদের মিরপুর নামিয়ে ডিপোতে ফিরে আসার সময় সরকারি বাংলা কলেজের সামনে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরবর্তীতে বাংলা কলেজের শিক্ষার্থীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করা হয়।
তিনি বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এ বিষয়ে প্রক্টর স্যার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলব।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, ঘটনাটি ঘটেছে শিক্ষার্থীদের নামিয়ে ফেরার সময়। তখন বাসে কোনো শিক্ষার্থী ছিল না। বাসগুলো ফিরে আসার সময় সাধারণত যাত্রী নেয়। যাত্রীদের মধ্যে কেউ হয়তো একটা সিটে আগুন জ্বালিয়েছে। আমরা বিষয়টি দেখছি।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এমজে