ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হাতির পায়ে পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে হাতির পায়ে পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাগলা হাতির আক্রমণের শিকার হয়ে মো. মুফাসসির হোসেন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।  

বুধবার (৮ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মানিকড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত মুফাসসির উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. বুলবুল হোসেনের ছেলে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, উপজেলার নেজামপুর ইউনিয়নে দুটি পাগলা হাতির আক্রমণে গুরুতর আহত হয় মুফাসসির। পরে আহত অবস্থায় তাকে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও জানান, আক্রমণকারী দুই হাতির মধ্যে একটি হাতি পালিয়ে যায়। অপর হাতিকে আমনুরা শিমুলতলা মোড়ে আটক করে রাখেন এলাকাবাসীরা। পরে বন বিভাগকে বিষয়টি জানানো হলে রাজশাহী থেকে বন কর্মকর্তাসহ তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।