ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় অটোরিকশায় আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
বগুড়ায় অটোরিকশায় আগুন পুড়ে যাওয়া অটোরিকশা।

বগুড়া: বগুড়ার সদর উপজেলার বারপুর ঝোপগাড়ী এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (০৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।



অটোচালক রফিকুল ইসলাম জানান, তিনি মাটিডালী দিকে ফাঁকা অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। এ সময় উপজেলার বারপুর ঝোপগাড়ী এলাকায় পৌঁছাতেই ১০-১৫ জন ব্যক্তি তার অটোরিকশাটি থামায়। এরপর তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং একটি ককটেল নিক্ষেপ করে অটোরিকশায় আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ককটেলের স্প্রিন্টারের আঘাতে তিনি আহত হন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, অটোরিকশায় অবরোধকারীরা আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।