ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
সৈয়দপুরে ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান-জরিমানা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে অনুমোদনহীন ও রিপোর্টে আগাম সই থাকায় সান ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শহরের রংপুর সড়কে অবস্থিত ওই ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ও রিপোর্টে আগাম সই থাকায় প্রতিষ্ঠানটিকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. চন্দন রায়, ডা. মোখলেছুর রহমান ও স্যানেটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার সেখানে উপস্থিত ছিলেন। অভিযানের খবর পেয়ে অন্যান্য ডায়াগনোস্টিক সেন্টারের লোকজন পালিয়ে যান।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মানুষের স্বাস্থ্য নিয়ে হেলাফেলা আর সহ্য করা হবে না।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।