ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলে জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে চাষাঢ়ায় এসে শেষ হয়।

ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমরা তফসিল প্রত্যাখ্যান করছি। দ্রুত তা বাতিলের দাবি জানাচ্ছি। কেন্দ্র থেকে পরবর্তী যে কর্মসূচি দেওয়া হবে তা পালনে আমরা প্রস্তুত।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।