ব্রাহ্মণবাড়িয়া: জেলার বড়হরণ এলাকায় ঝড়ে রেললাইনের ওপর গাছ ভেঙে পরে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে এ রুটে চলাচলকারী দুইটি ট্রেন আটকা পড়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বয়ে যাওয়া ঝড়ে গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, সন্ধ্যার পরে বড়হরণ এলাকায় ঝড়ে একটি গাছ রেল লাইনের ওপর ভেঙ্গে পড়ে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তালশহর রেলস্টেশনে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ও ভৈরব রেলস্টেশনে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আটকা পড়েছে। রেলের (পিডব্লিউডি) লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা গাছ কেটে রেললাইন থেকে সরানোর পর ট্রেন চলাচল শুরু হবে।
তবে এতে কতক্ষণ সময় লাগবে তা বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসআইএ