রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলায় গাছ ভেঙে সিএনজিচালিত অটোরিকশাচালক ও এক শিশু আহত হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- অটোরিকশাচালক মো. লিয়াকত ও অটোরিকশার যাত্রী সাত বছরের এক শিশু।
জানা গেছে, অটোরিকশাচালক লিয়াকত চারজন যাত্রী নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট থেকে রাঙামাটি শহরে আসছিলেন। পথিমধ্যে ডাকবাংলো এলাকায় এলে গাছ ভেঙে পড়লে অটোরিকশাচালক ও এক শিশু যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যায়।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সুস্থ আছেন।
বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
আরবি