ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

নাটোরে অধ্যক্ষের নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
নাটোরে অধ্যক্ষের নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোর: নাটোরের নলডাঙ্গা মাধনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে শহরের হাফরাস্তা এলাকায় একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করেন ওই অধ্যক্ষের স্ত্রী বিথীকা সরকার।

 

এসময় অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিকসহ শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন বিথীকা সরকার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর নাটোর সদরের সাধুপাড়ার আয়েজ উদ্দীনের ছেলে মোজ্জাম্মেল হক কলেজে প্রভাষক পদে চাকরি পান। কিন্তু ১৩/১১ পরিপত্রে তাদের নিয়োগ বৈধ হিসেবে গণ্য হলেও সরকার তাদের বেতন-ভাতা দেয়নি। পরবর্তীকালে ২০১৮ সালের ১ এপ্রিল এক পরিপত্রে সরকার তাদের বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারই আলোকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে কলেজ অধ্যক্ষ বেতন ও এমপিও’র জন্য প্রভাষক মোজ্জাম্মেল হককে তার প্রয়োজনীয় কাগজপত্রসহ সনদপত্র দাখিল করতে বলেন। কিন্তু প্রভাষক মোজ্জাম্মেল হক তাঁর কাগজপত্র পারিবারিক সমস্যার অজুহাত দেখিয়ে তা দাখিল করেন না।

বার বার বলার পর গত ৩ সেপ্টেম্বর অধ্যক্ষের কাছে তাঁর কাগজপত্র ও সনদ দাখিল করেন তিনি। এ অবস্থায় অধ্যক্ষ তার সনদটি যাচাইয়ে এনটিআরসি কর্তৃপক্ষের কাছে পাঠাতে চান। এতে প্রভাষক মোজাম্মেল হক আপত্তি জানিয়ে সনদপত্র যাচাই না করে দ্রুত এমপিও’র জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর জন্য অধ্যক্ষকে চাপ দেন। কিন্তু তাঁর দেওয়া কাগজপত্র এবং নিবন্ধন সনদ এনটিআরসিতে যাচাই না করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে অস্বীকৃতি জানান অধ্যক্ষ। এতে কলেজ অধ্যক্ষকে ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকি দেন মোজাম্মেল হক।

পরে তার কাগজপত্র এবং নিবন্ধন সনদ এনটিআরসিতে যাচাইয়ে পাঠালে এনটিআরসি কর্তৃপক্ষ জাল ও ভুয়া বলে জানায়। একই সঙ্গে জালিয়াতির অভিযোগে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার নির্দেশ দেন এনটিআরসি কর্তৃপক্ষ। এছাড়া একই নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান আকরামুল হকও।

কিন্তু তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আগেই প্রভাষক মোজ্জাম্মেল হক নিজেকে বাঁচানোর জন্য অধ্যক্ষের নামে হয়রানি ও মানহানিকর এবং কলেজের সুনাম নষ্ট করতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেন। ওই মামলায় অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিককে পুলিশ গ্রেপ্তার করেন। পরে আদালত থেকে জামিন পেয়ে যথারীতি তিনি কলেজে রুটিন অনুযায়ী কাজকর্ম অব্যাহত রেখেছেন।

তিনি আরও বলেন, প্রভাষক মোজ্জাম্মেল হক কলেজ অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিককে ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকি দেওয়ার ঘটনায় গত ১১ অক্টোবর নলডাঙ্গায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এছাড়া কলেজ ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ও নির্দেশনা মোতাবেক গত ১৪ নভেম্বর নলডাঙ্গা থানায় প্রভাষক মোজ্জাম্মেল হকের নামে একটি জালিয়াতি মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করলে ঘটনার সত্যতা পাওয়া যাবে।

কলেজের অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিককে নির্দোষ দাবি করে তিনি আরও বলেন, তার স্বামীর নামে ২০ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে মামলা দায়েরকারী মোজ্জাম্মেল হক প্রভাষক পদে চাকরির জন্য কোনো টাকা দেননি। ওই শিক্ষকের একটি সনদ জাল থাকায় অধ্যক্ষ তার বেতন করতে পারেননি। আর তাই জাল ও ভুয়া সনদ থেকে বাঁচতে তিনি হয়রানিমূলক ও ভিত্তিহীন এবং কলেজের সুনাম নষ্ট করতে অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিকের নামে মিথ্যা মামলা করেছেন। আদালতে বাদী মোজাম্মেল হকের আইনজীবী ২০ লাখ নেওয়ার কোনো প্রমাণপত্র দাখিল করতে পারেননি। তাই আদালত অধ্যক্ষকে জামিন দিয়েছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

এদিকে অধ্যক্ষের নামে মামলা দায়েরকারী প্রভাষক মোজাম্মেল হক দাবি করেছেন, তিনি অধ্যক্ষকে দুই বারে নগদ ২০ লাখ টাকা দিয়েছেন। তার সনদ জাল নয়। অধ্যক্ষের দুর্নীতি নিয়ে মুখ খোলায় তারা উভয়ে তার (মোজাম্মেল হকের) বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কথা বলেছেন বলে দাবি করেন।  

উল্লেখ্য, গত ৯ নভেম্বর নাটোর আমলি আদালতে অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিকের বিরুদ্ধে প্রতারণা করে ২০ লাখ টাকা আত্মসাতের একটি মামলা দায়ের করেন প্রভাষক মোজ্জাম্মেল হক। সোমবার রাতে অধ্যক্ষ নয়ন চন্দ্র প্রামাণিককে তাঁর নিজ বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে আদালত থেকে তাকে জামিন দেওয়া হয়।

** নাটোরে প্রতারণার অভিযোগে অধ্যক্ষ কারাগারে

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।