ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ৭ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
রাজধানীতে ৭ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর জুরাইনে রোজা আহমেদ (৭) নামে এক শিশু রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে মায়ের দাবি, জেলি জাতীয় শিশুদের খাবার খাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়ে সে।

সোমবার (২০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৬টায় তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, শ্যামপুর জুরাইন আলম মার্কেট পাকা মসজিদ গলিতে নিজেদের বাড়িতে থাকে পরিবারটি। রুমা আক্তার ও রাশেদ আহমেদ দম্পতির একমাত্র মেয়ে রোজা। বাড়ির পাশেই খাদেমুল ইসলাম মহিলা মাদরাসার কিন্ডার গার্ডেনে পড়ে সে।

রোজার মা রুমা আক্তার জানান, দুপুরে মাদরাসা থেকে বাসায় ফিরে রোজা। এরপর খাওয়া-দাওয়া করে আবার মায়ের সঙ্গেই ওই মাদরাসায় নিয়ে কোচিং করতে যায় সে। পথে বাড়ির পাশের একটি দোকান থেকে জেলি জাতীয় শিশুদের খাবার কিনে সে। সেই খাবার খেতে খেতে মায়ের সঙ্গে মাদরাসায় যায়। মাদরাসায় গিয়েই মাটিতে লুটিয়ে পড়ে রোজা। তখন তার মাথায় পানি ঢালা হয়। অবস্থা খারাপ দেখে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মিটফোর্ড হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

শিশুটির বাবা রাশেদ আহমেদ জানান, তার নিজের একটি দোকান রয়েছে। বিকেলে সেই দোকানের মালামাল কিনতে গিয়েছিলেন তিনি। তখন স্ত্রীর ফোন পেয়ে জানতে পারেন, রোজার অবস্থা ভালো না। সঙ্গে সঙ্গে তিনি এলাকায় গিয়ে রোজাকে হাসপাতালে নিয়ে যান। কি কারণে সে মারা গেছে এই বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিভাবে শিশুটির মৃত্যু হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।