ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পানির অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান খুলনার মেয়রের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
পানির অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান খুলনার মেয়রের

খুলনা: পানির অপচয় রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পানি সম্পদ সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। এ কাজে তিনি প্রকল্প সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

পাশাপাশি নগরীতে আশ্রয় গ্রহণকারী জলবায়ু উদ্বাস্তুদের সহযোগিতায় কার্যকর ভূমিকা রাখারও অনুরোধ জানান।

সিটি মেয়র মঙ্গলবার (২১ নভেম্বর) নগরীর হোটেল সিটি ইন্-এ ‘কাইমেট স্মার্ট ওয়াস সিস্টেমস ফর চিলড্রেন ইন খুলনা সিটি করপোরেশন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। ‘কাইমেট রিজিলিয়েন্ট সাসটেইন্যাবল ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন অ্যান্ড হাইজিং ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় খুলনা সিটি করপোরেশন ও ইউনিসেফ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

কেসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ পিইঞ্জ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জামানুর রহমান। স্বাগত বক্তৃতা করেন ইউনিসেফ খুলনা বিভাগের প্রধান মো. কাওছার হুসাইন। অন্যদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক মো. আহসানুল কবীর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. রিয়াদ হুসাইন, কেসিসির চিফ কঞ্জারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, আর্কিটেক্ট রেজবিনা খানম, খুলনা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহম্মেদ, জেনারেল ম্যানেজার শাহানাজ পারভীন, সহকারী প্রকৌশলী শেখ মারুফুল হক, মো. আশিকুর রহমান ও রফিকুল আলম সরদার, কেডিএর প্লানিং অফিসার মো. তানভীর আহম্মেদ, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোহাম্মদ মোস্তফা, এসএনভির কাস্টার কোঅর্ডিনেটর এরফান আহম্মেদ খান প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।