ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে গাঁজাসহ আটক ২, পিকআপভ্যান জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
আড়াইহাজারে গাঁজাসহ আটক ২, পিকআপভ্যান জব্দ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

বুধবার (২২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

 

এর আগে মঙ্গলবার (২১ নভেম্বর) আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন যাত্রীছাউনির সামনে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়।

আটকরা হলেন- বরগুনার পাতাকাটার সুলতান মিয়ার ছেলে পিকআপভ্যান চালক রাজু মিয়া (৩৬) ও ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসছালার আব্দুল জাহাঙ্গীর মিয়ার ছেলে পিকআপভ্যান হেলপার শুক্কুর আলী (৩৪)।
 
র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায় যে, তারা উভয়ই পেশাদার মাদক কারবারি। তারা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা থেকে আনায়ন করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের নামে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।