ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রী তোলার সময় পৃষ্ট হয়ে বাসের সুপারভাইজার নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
যাত্রী তোলার সময় পৃষ্ট হয়ে বাসের সুপারভাইজার নিহত

সাভার (ঢাকা): সাভারে বাসে যাত্রী তোলার সময় গাড়ির চাপায় পৃষ্ট হয়ে ওবায়দুল (২৯) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) বিকেল ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরে একেএইচ কারখানার সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ওবায়দুল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ভেলামারী গ্রামের আ. হাকিমের ছেলে। তিনি রাজধানী পরিবহন নামে একটি বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আ. খালেক বাংলানিউজকে জানান, রাজধানী পরিবহন নামে একটি বাস যাত্রী তোলার জন্য হেমায়েতপুর বাস স্ট্যান্ডে থামলে বাসে যাত্রী তোলার জন্য নিচে নামেন সুপারভাইজার। এ সময় চালক বাস চালানো শুরু করলে পেছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সুপারভাইজার নিহত হন। এ ঘটনায় বাসটি আটক করা হলেও চালক পালিয়েছেন।

মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ওবায়দুলের পরিবারের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই খালেক।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩ 
এসএফ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।