ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বরিশালে ২৪০ মণ জাটকা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, নভেম্বর ২৩, ২০২৩
বরিশালে ২৪০ মণ জাটকা জব্দ ফাইল ফটো

বরিশাল: বরিশালে একটি ট্রাক থেকে ২৪০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

 

নৌ-পুলিশের বরিশাল অঞ্চলের সুপার (এসপি) কফিল উদ্দিন জানান, ট্রাকটি করে ৭৫টি ককশিটের ভেতরে জাটকা নিয়ে কুয়াকাটা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এসময় ট্রাকটি জব্দ করার পাশাপাশি এর চালক ও হেলপারকে আটক করা হয়।  

জাটকাগুলো বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।