ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ সচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৮, নভেম্বর ২৩, ২০২৩
১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ সচল

হবিগঞ্জ: হবিগঞ্জে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে বন্ধ হয়ে যাওয়া ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ প্রায় ১৩ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

লাইনচ্যুত দুটি বগি রিলিফ ট্রেনের মাধ্যমে ঘটনাস্থল থেকে অপসারণ করার পর বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের মাস্টার (গ্রেড-৪) গৌর প্রসাদ দাশ জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। লাইন ক্লিয়ার করতে প্রায় ১৩ ঘণ্টা সময় লেগেছে। দুর্ঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকাগামী উপবন এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেন লাইনে আটকা ছিল।

রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন বুধবার (২২ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে বাহুবল উপজেলার রাতারগাঁও এলাকায় পৌঁছালে দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ।  

** হবিগঞ্জে বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।