ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

না.গঞ্জে গণপিটুনিতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, নভেম্বর ২৩, ২০২৩
না.গঞ্জে গণপিটুনিতে নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে গণপিটুনিতে হাবিবুর রহমান হাবু নামে একজন নিহত হয়েছেন। এলাকাবাসীর দাবি, তিনি ছিনতাইকারী ছিলেন।

বুধবার (২২ নভেম্বর) রাতে শহরের নিতাইগঞ্জ এলাকার কাঁচারি গলিতে এ ঘটনা ঘটে। হাবু ২ নম্বর বাবুরাইল এলাকার বাসিন্দা শাহজাহান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে এক ব্যক্তিকে ছিনতাইকালে কয়েকজন তাকে আটক করেন। এসময় স্থানীয়রা মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী জড়ো হয়ে তাকে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।