ঢাকা, শুক্রবার, ১১ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

অস্ট্রিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, নভেম্বর ২৩, ২০২৩
অস্ট্রিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ঢাকা: অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ফন ডার বেলেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভিয়েনায প্রেসিডেন্টের বাসভবন হফবার্গ প্যালেসে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

ভিয়েনার বাংলাদেশ মিশন জানায়, রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম অস্ট্রিয়ায় প্রেসিডেন্ট আলেক্সান্ডার ফন ডার বেলেনের কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে দেশটির সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে গত ২৯ আগস্ট অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল রাষ্ট্রদূত ম্যাক্সিমিলিয়ান হেনিগেরের কাছে প্রশংসাপত্রের অনুলিপি উপস্থাপন করেন  রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।