ঢাকা: রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় লেগুনায় থাকা নিহত তিনজনেরই পরিচয় জানা গেল। তারা হলেন যাত্রাবাড়ী মাতুয়াইল আলিয়া মাদরাসার শিক্ষার্থী উম্মে হাবিবা (১১), নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা শামসুন্নাহার (৫০) ও ডেমরা কোনাপাড়া শাখার আইএফআইসি ব্যাংকের সহকারী অফিসার আসিফ হোসেন।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, নিহত ও আহতদের পরিচয় পাওয়া গেছে। এই দুর্ঘটনায় নিহত তিনজনের মধ্যে ব্যাংক কর্মকর্তার মরদেহ শনাক্ত করেন স্বজনরা। নিহত উম্মে হাবিবার ব্যাগে থাকা মাদরাসার বেতন বই পর্যালোচনা করে তার নাম জানা যায়। এছাড়া সিআইডির ক্রাইম সিন ইউনিট আঙ্গুলের ছাপের মাধ্যমে নিহত শামসুন্নাহারের পরিচয় শনাক্ত করে।
তিনি আরও জানান, উম্মে হাবিবার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। বাবার নাম আব্দুস সোবহান। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। সে মাতুয়াইল আলিয়া মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়তো। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। এদিকে আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় পাওয়া শামসুন্নাহারের বাড়ি নারায়ণগঞ্জ এলাকায়। বাবার নাম হারিছ উদ্দিন।
সুব্রত পোদ্দার আরও জানান, এই ঘটনায় আহত বাস চালক শামিম হোসেন (৩৬), আবুল হোসাইন (৩০) ও মাইনুদ্দিন নামে তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরমধ্যে মইনউদ্দিন ও শামিম প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে আবুল হোসাইনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন:
* রাজধানীতে বাসের ধাক্কায় লেগুনার ৩ যাত্রী নিহত
* ডেমরায় বাসের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এজেডএস/এসআইএ