ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুর মিয়া (৮০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত নুর মিয়া হত্যা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই কয়েদির মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ওই বন্দিকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা তাকে মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজ মারা যান তিনি।

কারা সূত্র জানায়, তার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহন বেপারী বাড়ি গ্রামে। হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন তিনি। কাশেমপুর কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য নিয়ম অনুযায়ী ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।