ঢাকা, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

ষষ্ঠ ধাপের দ্বিতীয় দিনের অবরোধে রাজধানীর চিত্র

শাকিল আহমেদ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
ষষ্ঠ ধাপের দ্বিতীয় দিনের অবরোধে রাজধানীর চিত্র

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ ধাপের দ্বিতীয় দিনের অবরোধের শেষ দিনে রাজধানীর চিত্র।

বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের নামে অগ্নি-সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদ, অপপ্রচার ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুর বিশাল শোডাউন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার বাস ছাড়া সিটি বাস চলাচল ছিল স্বাভাবিক।

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের হরতাল-অবরোধ বিরোধী মিছিল।

সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে আদালত পাড়ায় বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ।

বিএনপির ডাকা হরতাল-অবরোধের কারণে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী সংখ্যা ছিল খুবই কম।

বিকেলে রাজধানীর বিজয়নগর ৭১ হোটেলের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

একতরফা নির্বাচনে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিজয়নগর থেকে মিছিল বের করে গণধিকার পরিষদ।

এদিকে, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে শুক্র ও শনিবার বিরতি দিয়ে আগামী রোব ও সোমবার (২৬ ও ২৭ নভেম্বর) দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ পালনের ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।