ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর শাহবাগ এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। গ্রেপ্তাররা হলেন নাজমুল হাসান ও মোছা. ফাতেমা বেগম।

শনিবার (২৫ নভেম্বর) তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি জানান ডিবি ওয়ারী বিভাগের সহকারী কমিশনার (এসি) মাহফুজুর রহমান।

তিনি জানান, শাহবাগ এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। একপর্যায়ে শাহবাগ মোড়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। গ্রেপ্তার ফাতেমা বেগমের নামে ডিএমপির দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রয়েছে।

শাহবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।