ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বেগুন বোঝাই মিনি ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
সিরাজগঞ্জে বেগুন বোঝাই মিনি ট্রাকে আগুন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় মহাসড়কে একটি মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

বুধবার (২৯ নভেম্বর) ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের নলকা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওদুদ জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গমারী থেকে ঢাকাগামী বেগুন বোঝাই মিনি ট্রাকটি ভোর পৌনে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে অবরোধ সমর্থক বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এর গতিরোধ করে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকটির কেবিন পুড়ে গেছে। কিছু বেগুনও নষ্ট হয়েছে।  

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, এ ঘটনায় ট্রাকের চালক আমিরুল ইসলাম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।