ঢাকা: রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত সৈয়দ রেজাউল করিম (৪২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার (১ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এটিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন জানান, পটুয়াখালীর দুমকি থানার অধিযাচনপত্রের ভিত্তিতে কদমতলী থানা এলাকা থেকে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত সৈয়দ রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার রেজাউল করিমের নামে প্রতারণার মাধ্যমে বিভিন্ন লোকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে চার বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। দীর্ঘদিন ধরে রেজাউল সিরাজগঞ্জ, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তার নামে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৩
পিএম/আরবি