ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, কনস্টেবল নিহত

জামালপুর: জামালপুরে রেলক্রসিং অতিক্রম করা সময় দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় পুলিশের একটি ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। এতে আহসানুল হক (৩২) নামে এক কনস্টেবল নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরেকজন।

রোববার (৩ ডিসেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহসানুল নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার রাজনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত আরিফুল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কয়রা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

রেলওয়ে পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী লোকাল ২৫৫ আপ ট্রেনটি শেখেরভিটা অতিক্রম করার সময় গেট ব্যারিয়ার নামানো না থাকায় পুলিশের একটি টহল গাড়ি রেললাইনে উঠে পড়ে। এসময় লোকাল ট্রেনটি পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় গাড়িতে থাকা চারজন পুলিশের মধ্যে আহসানুল ও আরিফুল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আহসানুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরিফুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩, আপডেট: ১১০৭ ঘণ্টা
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।