ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

ঘানায় শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন মো‌মেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, ডিসেম্বর ৫, ২০২৩
ঘানায় শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন মো‌মেন ফাইল ছবি

ঢাকা: ঘানায় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৫ ডি‌সেম্বর) এ বৈঠক শুরু হ‌তে যা‌চ্ছে।

প্রথমবা‌রের ম‌তো আফ্রিকা মহা‌দে‌শে ৫-৬ ডি‌সেম্বর শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক হ‌তে যা‌চ্ছে। জা‌তিসংঘ এবং ঘানা যৌথভা‌বে এ বৈঠ‌কের আয়োজন ক‌রে‌ছে। প্রায় ৮৫‌টি দে‌শের মন্ত্রী ও প্রতিনিধিরা এবা‌রের বৈঠকে অংশ নিচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে  অংশ নিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল শান্তিরক্ষীদের সুরক্ষা ও নিরাপত্তা, তাদের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৌশলগত যোগাযোগের ওপর গুরুত্বারোপ, শান্তিরক্ষীদের মানসিক সুস্বাস্থ্য, শান্তিরক্ষা কার্যক্রমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।

ঘানা সফ‌রে পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও বিভিন্ন সাইড-ইভেন্টে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ সময়:  ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩

টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।