ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ১৬ মাদরাসা শিক্ষার্থী  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
খাবারে বিষক্রিয়া, হাসপাতালে ১৬ মাদরাসা শিক্ষার্থী  

গাইবান্ধা: খাবারে বিষক্রিয়ায় গাইবান্ধা শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জেলা সদর হাসপাতালের ডায়রিয়া বিভাগে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার ১৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে (বিভাগে) তাদের চিকিৎসা চলছে। তাদের ফুড পয়জনিং (খাবারে বিষক্রিয়া) হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে তারা আশঙ্কামমুক্ত।  

ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মানসুর রাহমান বলেন, মাদরাসা ২০০ শিক্ষার্থী আবাসিকে থাকে। তারা তিনবেলাই মাদরাসার রান্না করা খাবার খায়। প্রতিদিনের মতো সোমবার (৫ ডিসেম্বর) রাতেও তারা স্বাভাবিক (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খাবার খেয়ে শুয়ে পড়ে। এরপর রাত ২টার দিকে হঠাৎ কয়েকটা বাচ্চার পাতলা পায়খানা হয়। এর মধ্যে কয়েকজন আবার সঙ্গে বমিও করে। তাদের খাবার স্যালাইন খাওনো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় সকালে তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।