ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গার্ড না থাকায় বিড়ম্বনা, এক ঘণ্টা দেরিতে ছাড়ল ট্রেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
গার্ড না থাকায় বিড়ম্বনা, এক ঘণ্টা দেরিতে ছাড়ল ট্রেন

কুমিল্লা: কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টায় নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যায় সমতট এক্সপ্রেস। প্রতিদিনের মতো সন্ধ্যায় ট্রেনটি ছেড়ে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিল।

গন্তব্যে পৌঁছার অপেক্ষায় ছিলেন যাত্রীরাও। সবকিছু ঠিকঠাক থাকলেও শুধুমাত্র গার্ডের অনুপস্থিতির কারণে ট্রেনটিকে এক ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করতে হয়েছে।  

বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করার পর ব্যর্থ হয়ে অপর গার্ড ওমর ফারুককে দিয়ে ট্রেনটি ছাড়ার ব্যবস্থা করা হয়। এতে ট্রেনের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ট্রেনটির গার্ড কিশোর দাসকে সাময়িক বরখাস্ত করেছেন।  

বুধবার (৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম জংশন স্টেশনের মাস্টার মাহবুবুর রহমান।

লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মাহবুবুর রহমান বলেন, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সমতট এক্সপ্রেস ট্রেন প্রতিদিনের মতোই ছেড়ে যাওয়ার কথা। ট্রেনের গার্ড কিশোর দাস কোনো প্রকার যোগাযোগ ছাড়া অনুপস্থিত থাকেন। কী কারণে তিনি অনুপস্থিত ছিলেন তা আমাদের জানা নেই। আমি বিষয়টি আমাদের বিভাগীয় কর্মকর্তাদের অবগত করলে গার্ড ওমর ফারুককে দিয়ে এক ঘণ্টা দেরিতে ট্রেনটি যাত্রা শুরু করে। পরে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা গার্ড কিশোর দাসকে সাময়িক বরখাস্ত করেন।  

এদিকে বক্তব্য জানার জন্য সাময়িক বরখাস্ত হওয়া গার্ড কিশোর দাসের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।  

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।