ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক হতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, ডিসেম্বর ৭, ২০২৩
‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক হতে হবে’

ঢাকা: আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, স্মার্ট বাংলাদেশের জন্য নাগরিকদেরও স্মার্ট হতে হবে। আর এই তথ্য ভাণ্ডার স্মার্ট বাংলাদেশ গড়তে সহযোগিতা করবে।

মাইগভ হচ্ছে সেই তথ্য ভাণ্ডার, এই ভাণ্ডারের মাধ্যমে একজন নাগরিককে স্মার্ট হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।  

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মাইগভ প্ল্যাটফর্মে উন্মুক্তকরণ এবং সাইবার সিকিউরিটি ইন ডেইলি লাইফ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ কথা বলেন।  

তিনি বলেন, আমরা সব সেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে চাই। আর এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, আইসিটি এখন অর্থনীতির অন্যতম সোপন হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই স্মার্ট বাংলাদেশ লক্ষ্য পূরণ করে এই মাইগভ-এর মাধ্যমে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ব।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নূরুন নাহার হেনার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোল্লা মিজানুর রহমান।

তিনি আরও বলেন, সরকার নাগরিকদের ঝামেলামুক্ত সেবা দিতে চায়। এজন্য দরকার একটা সমন্বিত প্ল্যাটফরম। এ উদ্দেশ্যে এসপায়ার টু ইনোভেট (এটুআই) এর সহযোগিতায় সরকার মাইগভ প্ল্যাটফর্ম তৈরি করেছে। আমরা আমাদের সেবাগুলো শতভাগ ডিজিটাইজেশনের আওতায় নিতে চাই। আমাদের সেবাগুলোকে ক্যাশলেস ও পেপারলেস এবং নাগরিকবান্ধব গড়তে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে অবদান রাখতে চাই।  

আলোচক তানভীর হাসান জোহা তার আলোচনায় সাইবার নিরাপত্তার বিভিন্ন ঝুঁকিসমূহ ও করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. নজরুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অন্যান্যদের মধ্যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক সূফী জাকির হোসেন, পরিচালক এ, কে, এম আজিজুল হক এবং পরিচালক ড. মো. মারুফ নাওয়াজ সেমিনারে আলোচনা করেন। সেমিনারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ মোট ৭০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।