ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নিখোঁজের পরদিন বৃদ্ধার মরদেহ মিললো পুকুরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
নিখোঁজের পরদিন বৃদ্ধার মরদেহ মিললো পুকুরে ছবি: প্রতীকী

রাজশাহী: নিখোঁজ হওয়ার পরদিন পুকুর থেকে ভাসমান অবস্থায় রাজুবালা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রাম থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

রাজুবালা উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের মৃত ভাদু প্রামাণিকের স্ত্রী।  

রাজুবালার ভাই সুনীল কুমার জানান, তার বোন মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত থেকে তার বোন নিখোঁজ ছিলেন। বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর পর শুক্রবার সকালে প্রতিবেশীরা তার বোনের মরদেহ বাড়ির পাশে একটি পুকুর ভাসতে দেখেন। এসময় থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, দুপুরে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এরপরও ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।