ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে নেত্রকোনা মুক্ত দিবস উদ্‌যাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
নানা আয়োজনে নেত্রকোনা মুক্ত দিবস উদ্‌যাপন

নেত্রকোনা: নেত্রকোনায় নানা আয়োজনে ঐতিহাসিক হানাদার মুক্ত দিবস উদ্‌যাপিত হয়েছে।  

দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ‘প্রজন্ম শপথ’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, নেত্রকোনা পৌরসভাসহ বিভিন্ন সরকারি বেসরকারি সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।