ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রশাসক ও নির্বাচন বোর্ডের সঙ্গে রিহ্যাব সদস্যদের মতবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
প্রশাসক ও নির্বাচন বোর্ডের সঙ্গে রিহ্যাব সদস্যদের মতবিনিময়

ঢাকা: বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নবনিযুক্ত প্রশাসক ও নির্বাচন বোর্ডের সঙ্গে রিহ্যাব সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারস্থ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ও রিহ্যাবে নবনিযুক্ত প্রশাসক জান্নাতুল ফেরদৌস একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব রিহ্যাব মেম্বারদের সহযোগিতা কামনা করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ও রিহ্যাব নির্বাচন বোর্ডের (২০২৪-২৬) চেয়ারম্যান সাদেক আহমদ নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেন।  

সভায় রিহ্যাব নির্বাচন বোর্ডের (২০২৪-২৬) সদস্য নুসরাত আইরিন ও মোহাম্মদ মশিউর রহমানসহ রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।  

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি রিহ্যাব পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।