ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
মহাখালীতে পেট্রোল পাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর মহাখালী রয়েল পেট্রোল পাম্পে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণে দগ্ধ সালাউদ্দিন (৪৫) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে আবুল খায়ের নামে একজন মারা যান।

রোববার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, সালাউদ্দিনের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল ও শরীরে আঘাত ছিল।

গত বুধবার (৬ ডিসেম্বর) রাতে মহাখালী বাস টার্মিনালের পাশে ফিলিং স্টেশনটিতে অগ্নিকাণ্ড ঘটে।

মহাখালীতে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ আবুল খায়ের মারা গেছেন

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।