ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

জাতীয়

পেকুয়ায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, ডিসেম্বর ১১, ২০২৩
পেকুয়ায় কলেজছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় মেধাবী ছাত্র জিহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে পেকুয়া চকরিয়ার সর্বস্তরের জনসাধারণ।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় চকরিয়া থানা সংলগ্ন ভূমি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

সংবাদকর্মী দেলওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক সাবেক ছাত্রনেতা কফিল উদ্দিন বাহাদুর, সাংবাদিক এফ এম সুমন, ছাত্রনেতা শওকত হোসেন বিজয়, নিহত জিহাদের বড় ভাই আসহাদুল করিম, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল নোমান।

এ সময় বক্তারা বলেন, জিহাদ হত্যার ১১ দিন অতিবাহিত হলেও খুনিদের কেউ গ্রেপ্তার হয়নি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

এতে চকরিয়া পেকুয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।