ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ফেনীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা 

ফেনী: জেলায় সনদ বিহীনভাবে খাবার তৈরি ও পরিবেশনের অপরাধে হ্যাভেন বেকার্স, জয়গুরু দধি ভাণ্ডার ও তার্কিশ বেকার্স অ্যান্ড জুস বার নামে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  

ভ্রাম্যমাণ আদালত জানায়, বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারায় প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা, সহকারী কমিশনার মুক্তা গোস্বামী, তানভীর আহমেদ, বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার কাজী মোহাম্মদ শাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এসএইচডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।