ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদপান করে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদপান করে যুবকের মৃত্যু

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদপানের পর অসুস্থ হয়ে জুবায়ের রহমান লামিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক লামিমকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সঙ্গে লামিম থাকতেন কেরানীগঞ্জের পূর্ব চড়াই বনডাকপাড়া এলাকায়।

তার বাবা মো. শাহিন জানান, তিনি নিজে জর্দার ব্যবসা করেন। ছেলে কয়েক বছর আগে পড়ালেখা বাদ দিয়েছে। বর্তমানে বেকার। তাকে সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছিল।  

তিনি আরও জানান, বুধবার রাতে এলাকায় তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল লামিম। সেখান থেকে ফিরে অসুস্থ অনুভব করছিল এবং বমি করছিল। বলছিলো পেট ব্যথা করছে তার। সর্বশেষ আজ সকালে বাসায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, অতিরিক্ত মদ্যপানে এই কিশোরের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।