ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় মাহির পক্ষে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় মাহির পক্ষে মামলা

রাজশাহী: নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় চিত্রনায়িকা মাহিয়া মাহির পক্ষে মামলা করা হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) রাতে গোদাগাড়ী থানায় মামলাটি দায়ের করেছেন মাহির মামাতো ভাই জাহিদুল ইসলাম।

দায়েরকৃত মামলায় সব আসামিই নৌকার প্রার্থীর কর্মী-সমর্থক। মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দায়েরকৃত ওই মামলায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন সোহেলকে প্রধান আসামি করা হয়েছে। অন্য চার আসামি হলেন- মোহাম্মদ রিজওয়ান, রতন আলী, সালমান ফিরোজ ফয়সাল ও মামুনুর রশীদ ওরফে বাবু।

এ ছাড়া অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে এ মামলায় আসামি করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন মামলার এ তথ্য নিশ্চিত করেন।  

ওসি বলেন, নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগে মাহির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে। তদন্ত শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন...
গভীর রাতে মাহির নির্বাচনী অফিসে দুর্বৃত্তদের আগুন 

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।