ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যে দায়িত্বই আসুক নিষ্ঠা একাগ্রতায় পালন করবো: হাছান মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, জানুয়ারি ১১, ২০২৪
যে দায়িত্বই আসুক নিষ্ঠা একাগ্রতায় পালন করবো: হাছান মাহমুদ হাছান মাহমুদ

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী দায়িত্ব পালন করে আসা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তর নবগঠিত মন্ত্রিপরিষদ চমৎকার হয়েছে। যে মন্ত্রণালয়ের দায়িত্বই পাই নিষ্ঠার সঙ্গে কাজ করবো।

 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে নবগঠিত মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, অবশ্যই চমৎকার মন্ত্রিপরিষদ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ। বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করে তিনি মন্ত্রিপরিষদ সাজিয়েছেন।  

মন্ত্রী হিসেবে তথ্য ও সম্প্রচার, পরিবেশ ও বন এবং এরও আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হাছান মাহমুদ। এবার কোন দায়িত্ব পালনে আগ্রহী -এমন প্রশ্নে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব আমাকে দিয়েছেন, সেটি আমি নিষ্ঠার সঙ্গে পালন  করেছি।  

গতবার তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, এখন যে মন্ত্রণালয়েই প্রধানমন্ত্রী দেবেন, নিষ্ঠা, একাগ্রতা দিয়ে সে দায়িত্ব পালন করবেন বলে জানান হাছান মাহমুদ।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।