ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মোজাম্মেল

স্টাফ করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
আবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মোজাম্মেল

ঢাকা: আবারও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আ. ক. ম মোজাম্মেল হক। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রথমবার এ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হন।

২০১৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তাকে একই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়।

২০২৩ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পরও আওয়ামী লীগ সরকার মোজাম্মেল হককে তার স্থানেই রেখেছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তার আগে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পাঠ হয় বঙ্গভবনে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৪
এইচএমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।