ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সম্পত্তি নিয়ে ৫ ভাইয়ের মধ্যে মারামারি, একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৫, জানুয়ারি ১২, ২০২৪
সম্পত্তি নিয়ে ৫ ভাইয়ের মধ্যে মারামারি, একজনের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৈত্রিক সম্পত্তি নিয়ে পাঁচ ভাইয়ের মধ্যে মারামারি চলাকালে একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সুভাষ পাল (৫৩)। তিনি বেঙ্গাডুবা গ্রামের মৃত জয় চন্দ্র পালের ছেলে। পেশায় তিনি ফার্মেসি ব্যবসায়ী।

পুলিশ জানায়, সুভাষ পাল ও সুমিত পালের সঙ্গে তাদের আপন ভাই শ্রীবাশ পাল, মনোরঞ্জন পাল ও সুজিত পালের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে সকালে দুইপক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় সুভাষ পাল মারা যান।

দুপুরে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে সুভাষের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম খান বাংলানিউজকে জানান, পাঁচ ভাইয়ের মারামারি চলাকালে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সুভাষের পরিবার এটি হত্যাকাণ্ড বলে দাবি করেছে। এ নিয়ে তদন্ত করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।