ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘তোর বড় মেয়েকে মাইরা ফালাইছি, ছোট মেয়েকেও মাইরা নিজে মরব’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জানুয়ারি ১২, ২০২৪
‘তোর বড় মেয়েকে মাইরা ফালাইছি, ছোট মেয়েকেও মাইরা নিজে মরব’

বরিশাল: বরিশালের মুলাদীতে প্রতিবন্ধী মেয়ে মেহেনাজকে বিষ খাইয়ে হত্যায় মা তাসলিমা বেগমের নামে মামলা হয়েছে।  

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মেহেনাজের বাবা মো. মাহাবুব হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় মামলাটি দায়ের করেছেন।

এ ঘটনায় তাসলিমা বেগমকে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুলাদী থানার উপ-পরিদর্শক কমল চন্দ্র দে।  

জানা গেছে, গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুপুর গ্রামের মাহাবুব হাওলাদারের স্ত্রী তাসলিমা স্বামীর সঙ্গে ঝগড়ার জের ধরে ১৩ বছরের প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যা করেন। পরে তিনি নিজেও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন।

মাহাবুব হাওলাদার জানান, বুধবার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর তিনি কৃষিকাজ করতে জমিতে চলে যান। মেয়েকে কীটনাশক খাওয়ানোর বিষয়টি জানতে পেরে স্ত্রী তাসলিমাকে ফোন কল করেন। এ সময় তাসলিমা বেগম বলেন- ‘তোর বড় মেয়েকে মাইরা ফালাইছি, ছোট মেয়েকেও মাইরা নিজে মরব’। পরে বাড়ি ফিরে আসার আগেই তাসলিমা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন।

মুলাদী থানার এসআই কমল চন্দ্র দে জানান, ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে স্ত্রীর নামে মামলা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।