ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কালিহাতীতে পুকুরে ভাসছিল তরুণীর দেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৫, জানুয়ারি ১৩, ২০২৪
কালিহাতীতে পুকুরে ভাসছিল তরুণীর দেহ

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়া গ্রামে সাবেক সিভিল সার্জন চিকিৎসক সৈয়দ ইবনে সাঈদের পারিবারিক পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।



স্থানীয়রা জানান, সকালে স্থানীয় এক নারী ওই পুকুরে হাঁস ছাড়তে এসে মরদেহটি ভাসতে দেখেন। এরপর তিনি লোকজনকে ডাকাডাকি করেন। পরে লোকজন এসে মরদেহটি দেখে থানায় খবর দেয়। এ সময় লাল রঙের সালোয়ার এবং হলুদ রঙের সোয়েটার তরুণীটির পরনে ছিল।

পরিচয় শনাক্তের বিষয়ে টাঙ্গাইল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক ইন্সপেক্টর মোখলেছুর রহমান জানান, আমরা অনেক বার নিহত তরুণীর আঙুলের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করেছি। মরদেহটি পানিতে থাকায় আঙুলের ছাপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুল ইসলাম এ বিষয়ে বলেন, তরুণীর পরিচয় পাওয়া না গেলে মরদেহটি আঞ্জুমানে মুফিদুল ইসলামে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।